ব্রাহ্মণবাড়িয়ায় যানজটে আটকা সড়ক উপদেষ্টা

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের যানজটে পড়েছেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। আজ বুধবার (৮ অক্টোবর) সকালে তিনি ওই সড়কের বেহাল অবস্থা ও চলমান সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে নিজেই যানজটে আটকা পড়েন।
সকালে রেলপথে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে পৌঁছে উপদেষ্টা সড়কপথে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা দেন। পথে আশুগঞ্জের হোটেল উজানভাটিতে স্বল্প সময় অবস্থানের পর পুনরায় যাত্রা শুরু করলে বাহাদুরপুর এলাকায় প্রায় এক ঘণ্টারও বেশি সময় যানজটে আটকা থাকেন তিনি ও তার সঙ্গে থাকা কর্মকর্তারা।
সকাল থেকেই আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মূলত সড়কের বেহাল অবস্থা এবং চলমান সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শনের উদ্দেশ্যেই ব্রাহ্মণবাড়িয়ার পথে যাচ্ছিলেন উপদেষ্টা ফাওজুল কবির খান।
হাইওয়ে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সড়কের একপাশে মালামাল ফেলে রেখে সংস্কার কাজ চালানো এবং খানাখন্দে ভরা রাস্তায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। ফলে মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।
এদিকে, স্থানীয় চালক ও যাত্রীরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে এই অংশে সংস্কার কাজ চললেও সঠিক সমন্বয় ও তদারকির অভাবে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। এতে ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও পরিবহণ শ্রমিকরা।