শহীদ জিয়া মেডিকেল ডে উদযাপন কমিটি গঠন

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ায় এসজেডএমসি ডে ২০২৫ উদযাপনের জন্য আয়োজক কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার (৮ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে প্রধান উপদেষ্টা, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদকে আহ্বায়ক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুকে সদস্য সচিব করে এসজেডএমসি ডে ২০২৫ উদযাপনের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে উপদেষ্টা হিসেবে আরও আছেন— মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ মহসীন, সাবেক পরিচালক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, বগুড়া জেলা বিএমএ’র আহ্বায়ক অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ ও সদস্য সচিব ডা. এম. এ ওয়াহেদ।
যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন— ডা. আ খ ম আনোয়ার হোসেন মুকুল, ডা. মো. জিয়াউর রহমান, ডা. মো. আনিসুর রহমান, ডা. মো. মোজাম্মেল হক, ডা. মো. সারওয়ার হোসেন, ডা. শরিফুল ইসলাম, ডা. মুহম্মদ জহুরুল হক।
কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে আছেন ডা. জহিরুল ইসলাম জহির।
এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন— ডা. এ কে আল মিরাজ, ডা. তাহের স্বাধীন, ডা. শামসুর রহমান, ডা. ফজলুল হক, ডা. আনোয়ার উল্লাহ শাহীন, ডা. রুনা পারভীন, ডা. নাজমুল সুমন, ডা. মহিউদ্দিন রোকন, ডা. আমিমুল এহসান সালেহ, ডা. আব্বাস উদ্দিন মাসুম, ডা. হাসান আল হুদাইবি, ডা. মো. ইউনুস আলী, ডা. রফিকুল ইসলাম, ডা. আহছানুল কবীর, ডা. রাশেদুল হাসান রিপন, ডা. মিজানুল হাশেম শাহীন, ডা. মীর সুফিয়ান জন, ডা. জায়েদ হোসেন চৌধুরী, ডা. ফেরদৌস আলম, ডা. ইস্রাফিল হোসেন, ডা. মো. সিরাজুল ইসলাম সোহেল, ডা. মুকাদ্দেম হোসেন, ডা. মো. মাহবুবুল ইসলাম জনি।
পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে নিবন্ধন (রেজিস্ট্রেশন), অভ্যর্থনা, অর্থ, আপ্যায়ন, সাজসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যা লি ও উপহার (গিফট), আবাসন, শৃঙ্খলা, স্মরণিকা, প্রচার, গণমাধ্যম (মিডিয়া) ও গণসংযোগ বিষয়ক উপ-কমিটির সমন্বয়ে।
বগুড়ায় ১৯৯২ সালের ৫ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (সাবেক বগুড়া মেডিকেল কলেজ) প্রতিষ্ঠা করেন।
উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ঢাকায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মিলনমেলায় এসজেডএমসি ডে ২০২৫ পালনে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় ও আংশিক কমিটি গঠিত হয়েছিল।