‘বিএনপি সরকার গঠন করলে সারাদেশে আধুনিক স্বাস্থ্যসেবাকেন্দ্র করা হবে’

বিএনপি সরকার গঠনের পর সারাদেশে সবার জন্য প্রান্তিক আধুনিক স্বাস্থ্যসেবাকেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিশ্ব ব্যাংকের সাবেক সিনিয়র কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জিয়াউদ্দিন হায়দার স্বপন এ কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র, ঝালকাঠি জেলা শাখা।
হায়দার স্বপন বলেন, বিএনপি সরকার গঠনের পর দেশের প্রতিটি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হবে। স্থানীয় নাগরিকরা ‘ন্যাশনাল হেলথ কার্ড’র মাধ্যমে এসব কেন্দ্র থেকে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে পারবেন। পাশাপাশি শিশুদের পুষ্টি পরামর্শ, বয়স্কদের রোগ নির্ণয় ও ব্যবস্থাপত্র প্রদানের ব্যবস্থাও থাকবে।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ নীলনকশা। এখানে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, অর্থনীতি ও সুশাসন- সবক্ষেত্রেই বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরা হয়েছে। বিএনপি জনগণের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই দেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করতে চায়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র, ঝালকাঠি জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার। এ সময় ঝালকাঠির রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।