সড়ক দুর্ঘটনায় রাবি অধ্যাপক নিহত, আরেকজন আইসিইউতে

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক শিবশংকর রায় (৫৮) নিহত হয়েছেন। এই ঘটনায় তার সহকর্মী দর্শন বিভাগের অধ্যাপক মো. আসাদুজ্জামান বাদশা মিয়া (৫৭) গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন।
আজ শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের আনসার ক্যাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, দুই অধ্যাপক তাদের মোটরসাইকেলে করে মাছ ধরতে যাচ্ছিলেন। পথে নওহাটা আনসার ক্যাম্পের কাছে পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অধ্যাপক শিবশংকর রায়কে মৃত ঘোষণা করেন। আহত অধ্যাপক আসাদুজ্জামান বাদশা মিয়া হাত ও পায়ে মারাত্মক জখম নিয়ে বর্তমানে অচেতন অবস্থায় আইসিইউতে রয়েছেন।
ওসি আরও জানান, অধ্যাপক শিবশংকর রায়ের মরদেহ বর্তমানে রাজশাহী মেডিকেলের মর্গে রাখা হয়েছে। তার পরিবার এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক গিয়াস উদ্দীন জানান, অধ্যাপক শিবশংকর রায় ও অধ্যাপক আসাদুজ্জামান বাদশা মিয়ার মাছ ধরার শখ ছিল। আজ শুক্রবার ভোরে তারা অধ্যাপক আসাদুজ্জামানের মোটরবাইকে চড়ে নওহাটার দিকে যাচ্ছিলেন। সহকর্মীদের ধারণা, দুর্ঘটনাস্থলেই শিবশংকর রায়ের মৃত্যু হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। মার্কেটিং ও দর্শন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন অধ্যাপক শিবশংকর রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং আহত অধ্যাপক আসাদুজ্জামানের দ্রুত সুস্থতা কামনা করছে।