এনটিভির সাংবাদিক মাহবুব হোসেন সারমাত মারা গেছেন

এনটিভির স্টাফ করেসপনডেন্ট, আমার দেশ পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব হোসেন সারমাত (৫৪) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় শহরের খ্রিস্টানপাড়ায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাহবুব হোসেন সারমাত ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা টিভির স্টাফ রিপোর্টার ও সারমাতের আত্মীয় মোজাম্মেল হোসেন মুন্না।
মৃত্যুকালে মাহবুব হোসেন সারমাত স্ত্রী হালিমা রহমান, মেয়ে সায়মা বিনতে মাহবুব (১৭), রাইমা বিনতে মাহবুব (১৪) ও তাসনিম মাহবুব রাফাকে (৬)ক রেখে গেছেন।
মাহবুব হোসেন সারমাতরা ১০ ভাইবোন। ছয় ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তাঁর বাবা এসকেন্দার আলী সরদার গোপালগঞ্জ জজ কোর্টের আইনজীবী ছিলেন।
আগামীকাল শনিবার বাদ জোহর আলীয়া মাদ্রাসা মাঠে সাংবাদিক মাহবুব হোসেন সারমাতের জানাজা শেষে গেটপাড়া কবরস্থানে মরদেহ দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না বলেন, সাংবাদিক মাহবুব হোসেন সারমাত ৩ দশকের অধিক সময় ধরে গোপালগঞ্জে সাংবাদিকতা করছেন। দৈনিক দিনকাল পত্রিকার মধ্য দিয়ে তিনি সাংবাদিকতা শুরু করেন। এরপর আমার দেশ ও এনটিভিতে দীর্ঘ দিন ধরে তিনি সাংবাদিকতা করছেন।
সাংবাদিকতায় গোপালগঞ্জ জেলাজুড়ে সাংবাদিক সারমাতের একটা সুনাম রয়েছে। তাঁর মৃত্যুতে জেলায় কর্মরত সংবাদিকরা গভীরভাবে শোকাহত।