আইনের শাসন কাকে বলে এই নির্বাচনে দেখাতে চাই : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আইনের শাসন কাকে বলে এই নির্বাচনে দেখাতে চাই।
আজ শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে চট্টগ্রামে নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত কর্মশালায় তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, সবাই মিলে সুন্দর একটা নির্বাচন আমাদের করতে হবে।
সকল ক্ষমতা দিয়ে প্রিসাইডিং অফিসার দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, যথাসময়ে উপযুক্ত সিদ্ধান্ত যদি না নেন (প্রিসাইডিং অফিসার) তাহলে আমরা বিষয়টাকে ভালো চোখে দেখবো না। ক্ষমতা থাকা যেমন গুরুত্বপূর্ণ তেমনি ক্ষমতা ব্যবহারও গুরুত্বপূর্ণ।
বিস্তারিত দেখুন ভিডিওতে...