পুলিশের অভিযানে দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার
সাতক্ষীরায় অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অপরাধে মুরশিদ আলম লিপু (২৯) ও মুছাঈদ আলম (৩০) নামে দুজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। আজ শনিবার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুল ইসলাম।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তার হওয়া মুরশিদ আলম লিপু মেহেরপুর জেলার মুজিবনগর থানার শিবপুর গ্রামের এবং মুছাঈদ আলম একই জেলার বামনপাড়া গ্রামের বাসিন্দা। গতকাল শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের বাইপাস সড়কের খড়িবিলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানার একটি দল অভিযান পরিচালনা করে। পরে অটোরিকশার ভেতর থাকা মুরশিদ আলম ও মুছাঈদ আলমকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৬টি মোবাইল ফোন এবং তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন তারা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। তারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রলোভন দেখিয়ে জুয়া খেলায় উৎসাহিত করাসহ অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনা করে আসছিল।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার আসামিদের মধ্যে মুরশিদ আলমের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর পল্টন থানায় একটি মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।