‘সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আরও শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে- সোশ্যাল মিডিয়ায় এমন দাবির প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন গুজব’।
প্রেস সচিব বলেন, ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে, বর্তমানে সশস্ত্র বাহিনীর আর কোনো সদস্যের বিরুদ্ধে পরোয়ানা জারি করার কোনো পরিকল্পনা নেই।
প্রেস সচিব জনসাধারণকে এই ধরনের বিভ্রান্তিকর তথ্যে বিশ্বাস না করার আহ্বান জানিয়ে বলেছেন, এই ধরনের মিথ্যাচার সাধারণ জনগণের মধ্যে ও বিশেষ করে সশস্ত্র বাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টির প্রচেষ্টার অংশ।
‘এই বিদ্বেষপূর্ণ গুজবের উদ্দেশ্য হল আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত সাধারণ নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করা’, যোগ করেন প্রেস সচিব।
প্রেস সচিব আরও স্পষ্ট করে বলেন, সরকারের ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) ভেঙে দেওয়ার কোনো পরিকল্পনা নেই।
সরকার ট্রান্সবর্ডার ও এক্সটারনাল গোয়েন্দা কার্যক্রমের ওপর এই এজেন্সির ফোকাস বাড়ানোর জন্য সংস্কারের কথা বিবেচনা করছে বলে জানান শফিকুল আলম।