শতবর্ষী নৌকার হাট পরিদর্শনে উপদেষ্টা ফারুক-ই-আজম

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় আকস্মিক ঐতিহ্যবাহী শতবর্ষী নৌকার হাট পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। আজ রোববার (১২ অক্টোবর) তিনি বন্যাকবলিত এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে মাঠ পর্যায়ের পরিস্থিতি পরিদর্শন করেন।
সফরকালে উপদেষ্টা ফারুক-ই-আজম নেছারাবাদের ঐতিহ্যবাহী শতবর্ষী নৌকারহাট খ্যাত আটঘর বাজারে যান। বন্যা পরিস্থিতিতে দুর্গতদের কাছে পৌঁছানোর অন্যতম প্রধান বাহন নৌকার সহজলভ্যতা যাচাই ও স্থানীয়ভাবে নৌকা সংগ্রহের উৎস নির্ধারণই ছিল তার সফরের মূল উদ্দেশ্য।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, মন্ত্রণালয়ের ডিজি রেজওয়ানুর রহমান, জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান, সহকারী জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভুঞা জনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম শামিম, সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদসহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, দুর্যোগের সময় দেশের মানুষকে রক্ষার ক্ষেত্রে দেশীয় নৌকার গুরুত্ব অপরিসীম। তাই ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে স্থানীয়ভাবে তৈরি নৌকা ব্যবহারের ওপর আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।
উপদেষ্টা আরও বলেন, আগের সরকারগুলো বিপুল অর্থ ব্যয়ে বিদেশি নৌকা আমদানি করলেও, আমরা দেশীয় কারিগরদের তৈরি নৌকাই ব্যবহার করব—এতে যেমন দেশের অর্থ সাশ্রয় হবে, তেমনি স্থানীয় শিল্পও টিকে থাকবে।
সফর শেষে উপদেষ্টা আটঘর বাজারের নৌকার কারিগরদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।