কুষ্টিয়ায় যৌথ অভিযানে ১৪ কোটি টাকার কারেন্ট জাল ধ্বংস
কুষ্টিয়ার দৌলতপুরে যৌথ অভিযানে প্রায় ১৪ কোটি টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেছে কুষ্টিয়া (৪৭ বিজিবি) ব্যাটালিয়ন। গতকাল সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়া ৪৭ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্র জানায়, গত ১১ ও ১২ অক্টোবর উপজেলার সীমান্তবর্তী আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকীর নেতৃত্ব বিজিবি সদস্যরা পদ্মা নদীতে যৌথ অভিযান চালায়। অভিযানে চিলমারী ইউনিয়নের চল্লিশপাড়া ও মদনের ঘাট এলাকা থেকে ৩৫ হাজার কেজি অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে আজ সোমবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীনস্থ আশ্রায়ন বিওপি সংলগ্ন এলাকায় জনসম্মুখে উদ্ধার হওয়া অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় যশোর সদর দপ্তরের দক্ষিণ-পশ্চিম রিজিয়ন পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান শিকদার, কুষ্টিয়া (৪৭ বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান পিএসসি, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী ও উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপ্নসহ স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া (৪৭ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। মাদকসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে আমরা কঠোর অবস্থানে আছি। জনসাধারণের সেবায় বিজিবি ভবিষ্যতেও সর্বদা নিয়োজিত থাকবে।

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া