চাকসু নির্বাচন : আঙুলের কালি উঠে যাওয়ার অভিযোগ ভিপি প্রার্থীর

ভোট দেয়ার কিছুক্ষণ পরেই উঠে যাচ্ছে হাতের কালি। ছবি : এনটিভি অনলাইন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোট শুরু হলেও নির্বাচনের শুরুতেই কিছু অভিযোগ সামনে এসেছে।
চাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন অভিযোগ করেছেন, ভোট দেওয়ার সময় হাতের আঙুলে লাগানো কালি উঠে যাচ্ছে। ফলে জাল ভোট বা একাধিকবার ভোট দেওয়ার সুযোগ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
অন্যদিকে, এই নির্বাচন নিয়ে আরও একটি অভিযোগ করেছেন শিবির মনোনীত ভিপি প্রার্থী ইব্রাহিম রণি। তার অভিযোগ, ভোট চলাকালীন ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ঘটেছে, যা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে পারে।