আয়নাঘর কত কঠিন জায়গা বলে বোঝানো যাবে না : আমির হামজা
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মুফতি আমির হামজা বলেছেন, আয়নাঘর কত কঠিন জায়গা এতে না থাকলে বলে বোঝানো যাবে না।
আজ বুধবার (১৫ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির সামনে ‘পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে’ অনুষ্ঠিত মানববন্ধনে এ কথা বলেন আমির হামজা।
আমির হামজা তার বক্তব্যে বলেন, ‘আয়নাঘরের কথা যেহেতু সামনে এসেছে, আমি নিজেও আয়নাঘরে ছিলাম, এ যে কত কঠিন জায়গা এখানে না থাকলে বলে বোঝানো যাবে না। আয়নাঘর আবার ফিরে আসবে আমরা এটা মেনে নিব না। আয়নাঘর আর যাতে ফিরে না আসে—এ জন্যই আমাদের এই পাঁচ দফা। পিআর পদ্ধতিত্বে নির্বাচনসহ পাঁচ দফা দাবী বাস্তবায়ন হলে আগামীতে এ দেশে আর কেউ আয়নাঘর তৈরি করার দুঃসাহস দেখাবে না।
এ সময় জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম বলেন, ‘আমরা যেসব দাবি নিয়ে এসেছি—এগুলো জামায়াতে ইসলামীর দাবি নয়, ৩১টি দলের মধ্যে ২৫টি দল কোনো না কোনোভাবে এই দাবি মেনে নিয়েছে। আমাদের দাবি সরকার মেনে নিতে যদি গড়িমশি করে তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য দেন।