চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মিলন নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে তার বোন তানজিলা খাতুন প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
নিহত মিলন নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের সাহাপুকুর (সানকাই) গ্রামের নওসেদ আলীর ছেলে।
জানা যায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ফতেপুর ইউনিয়ন পরিষদের মাড়কোল সাহাপুকুর এলাকায় ডা. মিজানুর রহমানের দলের সঙ্গে একই এলাকার এমদাদুল আলীর দলের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল।
এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মিলনের মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। তবে এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি।