সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতির বিকল্প নেই : আব্দুল হামিদ

বাংলাদেশ মজলিসুল মোফাসসীরিন কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা আব্দুল হামিদ বলেছেন, এ দেশে সুষ্ঠু নির্বাচনের জন্যে পিআর পদ্ধতির বিকল্প নাই। দেশের ৩১টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ২৬টি দল পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানে একমত হয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচনে হলে সকল দলের আংশগ্রহণে একটি ঊর্বর শক্তিশালী সংসদ হবে বলে আমি বিশ্বাস করি।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) স্থানীয় শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ওলামা মাশায়েক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হামিদ এসব কথা বলেন।
মাওলানা আব্দুল হামিদ আরো বলেন, আগামীতে এ দেশে আল্লাহর আইন কায়েম ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটালীপাড়া উপজেলা শাখার আমির সোলায়মান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওলামা মাশায়েক সম্মেলনে গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রেজাউল করীম, সেক্রেটারি আল মাসুদ খান, কোটালীপাড়া শাখার নায়েবে আমির মিজানুর রহমান সেকেন্দার, মাওলানা আবুল বাশার, মাওলানা আনোয়ারুল ইসলাম, মাওলানা সাদ আহম্মেদ, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা ওমর ফারুক, মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ বক্তব্য দেন।
গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আল মাসুদ খান বলেন, দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায় ও ইনসাফের প্রতীক। অন্যায় অপরাধ প্রতিরোধ করে দেশে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।