কুড়িগ্রাম সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিপুল ভারতীয় জিরা ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব চোরাচালানকৃত মালামালের আনুমানিক মূল্য ২০ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা। আজ শনিবার (১৮ অক্টোবর) সকালে দইখাওয়ার চর বিওপির আওতাধীন রোলাকাটা এলাকায় অভিযান চালিয়ে বিজিবি এক হাজার ৯৫০ কেজি জিরা এবং ৮৯ বোতল মদ জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, চোরাকারবারিরা দইখাওয়ারচর বিওপি এলাকার সীমান্তের মেইন পিলার নম্বর ১০৪২/২-এস দিয়ে ভারত থেকে চোরাই পথে বাংলাদেশের অভ্যন্তরে মালামাল আনবে—এমন তথ্য পাওয়া যায়।
পরে দইখাওয়ারচর বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের ভেতরে রোলাকাটা এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় মালামাল জব্দ করে।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে সব ধরনের ভারতীয় পণ্য বাংলাদেশে আনার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে।