৪৪০ বোতল ভারতীয় মদ জব্দ
শেরপুর, ময়মনসিংহ সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযানে ৪৪০ বোতল ভারতীয় মদসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছে ময়মনসিংহ বর্ডার গার্ড বাংলাদেশ (৩৯ বিজিবি ব্যাটালিয়ন)। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
সংবাদ বিজ্ঞিপ্তিতে বিজিবি জানায়, আজ ভোরে নালিতাবাড়ীর শালবাগান ও ঝিনাইগাতীর বুরুঙ্গাবাজার এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি মাহিন্দ্র পিকআপসহ ৪৪০ বোতল ভারতীয় মদ আটক করে জব্দ করে। জব্দ করা মালামালের মূল্য ৬৬ লাখ ৬০ হাজার টাকা।
সংবাদ বিজ্ঞিপ্তিতে বিজিবি আরও জানায়, একই সময়ে ধোবাউড়ার শালকোনা এবং শ্রীবর্দীর মারিংপাড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে জব্দ করা হয় পন্ডস ফেসওয়াশ, নেভিয়া সফট ক্রিম, অলিভ অয়েল ও ডাভ সাবানসহ ভারতীয় কসমেটিকস। যার মূল্য ৯ লাখ ৭৪ হাজার ৮০ টাকা।
সংবাদ বিজ্ঞিপ্তিতে বিজিবি আরও জানায়, হালুয়াঘাটের বান্দরকাটা ও ধোবাউড়ার চন্দ্রকোণা সীমান্তে পাচারের অপচেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি। জব্দ করা হয় এক লাখ ২৭ হাজার ৫৫০ টাকার ভারতীয় কমলা ও বাংলাদেশি মাছ।
মোট জব্দ করা মালামালের মূল্য ৭৭ লাখ ৬১ হাজার ৬৩০ টাকা।
মাদক ও চোরাচালান দমনে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এই অভিযান চলমান থাকবে বলেও সংবাদ বিজ্ঞিপ্তিতে জানানো হয়।

কাকন রেজা, শেরপুর