ভাঙ্গায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
শেখ হাসিনার বিচারের রায় ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফরিদপুরে চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। আজ রোববার (১৬ নভেম্বর) থেকে বিজিবি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় তাদের কার্যক্রম শুরু করেছে।
ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি সদস্যরা বর্তমানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ফরিদপুরের ভাঙ্গায় দায়িত্ব পালন করছেন। একই সাথে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব কাজ করছে।
রোববার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ মোড়, বাজার এলাকা, সরকারি স্থাপনা ও প্রবেশপথে বিজিবি, পুলিশ ও র্যাবের যৌথ চেকপোস্ট বসানো হয়। সকাল ৭টা থেকেই শহরের বড়বাজার মোড়, পুরোনো বাসস্ট্যান্ড, ভাঙ্গা গোল চত্বর, নতুন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। তারা পথচারী, যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন। শহরের বিভিন্ন এলাকায় র্যাব-পুলিশের একাধিক টিম টহল দিচ্ছে।
এদিকে, রোববার বেলা ১১টায় ভাঙ্গা উপজেলা প্রশাসনের কোর কমিটির আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সঞ্জিব দাস, ফরিদপুর