ডেঙ্গুতে মারা যাওয়া ছেলের মরদেহ দেখে মায়ের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছেলের মরদেহ দেখার মাত্র পাঁচ মিনিট পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন মা। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাহেবপাড়ার মৃত আনছার আলীর ছোট ছেলে আব্দুল আওয়াল (৪১) কয়েকদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার দিনগত রাত ২টার দিকে মারা যান। আজ রোববার (১৯ অক্টোবর) সকালে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে মা রেহেলা আক্তার (৬৯) ছেলের মুখ দেখে শোকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
আব্দুল আওয়ালের বড় ভাই ও মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান বলেন, ‘ছোট ভাইয়ের মৃত্যুতে আমরা সবাই ভেঙে পড়েছিলাম। কিন্তু মায়ের চলে যাওয়া আমাদের পুরো পরিবারকে বাকরুদ্ধ করে দিয়েছে। এ শোক ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’
স্থানীয়রা জানান, আব্দুল আওয়াল ছিলেন শান্ত ও বিনয়ী স্বভাবের একজন মানুষ। তিনি স্থানীয় বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করতেন। চার ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন তিনি।
গ্রামবাসীর ভাষ্য, ছেলের মরদেহ বাড়িতে পৌঁছার পর কান্নায় ভেঙে পড়েন মা রেহেলা আক্তার। কিছুক্ষণ পরই তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার আগেই মারা যান।
একই দিনে মা-ছেলের এমন মৃত্যুর ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।