ছাত্র সংসদে শিক্ষার্থীদের আস্থা অর্জনই বিজয়ের মূল রহস্য : শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে শিবিরের বিজয়ের মূল রহস্য হলো শিক্ষার্থীদের আস্থা ও বিশ্বাস অর্জন। এর পাশাপাশি রয়েছে মহান আল্লাহ তাআলার ইচ্ছা। আজ সোমবার (২০ অক্টোবর) সকালে ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে ছাত্রশিবির জেলা কমিটির উপশাখার দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকেই শিবির বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন পুনরায় চালুর দাবি জানিয়ে আসছিল। তিনি জানান, শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী ইশতেহার তৈরি করা হয়েছে এবং নির্বাচনের পরও সেই অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে। শিক্ষার্থীদের বিশ্বাসের প্রতিফলনই হবে প্রকৃত বিজয়, আর সেই লক্ষ্যে সংগঠনটি কাজ করছে।
সমাবেশে ঝালকাঠি-২ আসনে জামায়াতে ইসলামি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ নেয়ামুল করিমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।