ছাত্রদল ও বাওয়ার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধী কর্মসূচি

‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’ এই প্রতিজ্ঞাকে সামনে রেখে যৌথ উদ্যোগে প্রাণী সংরক্ষণ ও সেবামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) ও বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া)। এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার (২০ অক্টোবর) ঢাকাস্থ পথপ্রাণীদের জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন ও চিকিৎসা প্রদান কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাওয়ার প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের নির্দেশনায় এই কার্যক্রম শুরু করা হয়। এদিন বিকেল ৩টায় ঢাকাস্থ বারিধারার ডিওএইচএস চেকপোস্টের ১৩ নাম্বার গেটের পুলিশ বক্স সংলগ্ন এলাকা থেকে এই কার্যক্রম শুরু হয়, যা পর্যায়ক্রমে নিকটস্থ জনবহুল আবাসিক এলাকাগুলোতেও কয়েক ধাপে বাস্তবায়ন করা হয়েছে।
কর্মসূচিতে সংযুক্ত দুই সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ। কার্যক্রমটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শেখ মোহাম্মাদ আবিদুর রহমান তুষ্টি এবং নাফিসা বিনতে উমাইয়া রিদিকা। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই কর্মসূচির পৃষ্ঠপোষকতা করেন।
একদল দক্ষ প্রাণী চিকিৎসকের তত্ত্বাবধানে এই ‘পথপ্রাণীদের জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন ও চিকিৎসা প্রদান’ কার্যক্রমে ছাত্রদল এবং বাওয়ার সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করেন।
সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয়, প্রাণীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে এবং প্রাণী সংরক্ষণে জনগণের সচেতনতা বাড়াতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এমন প্রচেষ্টা নিয়মিতভাবে বজায় রাখার পরিকল্পনা রয়েছে তাদের। খুব শিগগিরই প্রাণী সংরক্ষণ ও সেবামূলক কর্মসূচির অংশ হিসেবে আরও বিভিন্ন পরিকল্পনার বিস্তারিত ঘোষণা করা হবে।