চাঁপাইনবাবগঞ্জে চেক জালিয়াতির দায়ে একজনের কারাদণ্ড

চেক জালিয়াতির (চেক ডিজঅনার) অপরাধে চাঁপাইনবাবগঞ্জ জেলা রফিকুল ইসলাম নামের একজনকে বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে মামলায় উল্লেখিত অঙ্কের সমপরিমাণ, অর্থাৎ ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক আব্দুল বাশির মো. নাহিদুজ্জামান। সাজাপ্রাপ্ত রফিকুল ইসলাম জেলা বিএনপির সদস্য সচিব।
বাদী পক্ষের আইনজীবী রবিউল ইসলাম জানান, ব্যবসার প্রয়োজনে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বাসিন্দা হাম্মাদ আলীর কাছ থেকে রফিকুল ইসলাম ৪০ লাখ টাকা ধার নেন। পাওনা টাকা ফেরত দেওয়ার জন্য গড়িমশি করার একপর্যায়ে ২০১৩ সালের ১ জানুয়ারি রফিকুল ইসলাম ১০ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকার চারটি চেক হাম্মাদ আলীকে প্রদান করেন। পরে হাম্মাদ আলী চেকগুলো ব্যাংকে জমা দিলে অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় ব্যাংক সেগুলো প্রত্যাখ্যান করে ‘ডিজঅনার’ সনদ প্রদান করে।
ব্যবসায়ী হাম্মাদ আলী ওই বছরের ২৭ মার্চ চিফ জুডিসিয়াল আদালতে রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে প্রায় সাড়ে ১২ বছর পর আদালত এই রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জহির জামান জনি জানান, ব্যবসায়ী হাম্মাদ আলী ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ধারায় চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি করেছিলেন। জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক চেক জালিয়াতির মামলায় রফিকুল ইসলামকে এই দণ্ডাদেশ প্রদান করেন।