‘আমরা আইন-সংস্কার করে যাব, পরবর্তী সরকার বাস্তবায়ন না করলে সুফল পাব না’
অন্তর্বর্তী সরকার আইন ও সংস্কার করে যাবে, কিন্তু পরবর্তী নির্বাচিত সরকার তা বাস্তবায়ন না করলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
আইন উপদেষ্টা বলেন, আমরা যে সংস্কারগুলো করেছি, এখনই এগুলোর সুফল পাব না। সময় লাগবে। আমরা আইন করে যাব, কিছু কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারও করব, আমাদের অল্প সময়ে যতটুকু সম্ভব। কিন্তু যদি পরবর্তীকালে নির্বাচিত সরকার এসে যদি এই সংস্কার কার্যক্রম আন্তরিকভাবে এগিয়ে নিয়ে না যায় তাহলে আমরা কঙ্ক্ষিত সুফল পাব না।
আসিফ নজরুল জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে শ্রম আইন অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স ও রিপ্রেজেন্টশন অব পিপল অর্ডার (আরপিও) আইন চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশন আইনসহ ৩টি আইনের ব্যাপারে নীতিগত অনুমোদন করা হয়েছে।
আইন উপদেষ্টা বলেন, নির্বাচনী জোটের ক্ষেত্রে দলের প্রতীকে নির্বাচন করতে হবে। নির্বাচনের কাজে যারা ব্যস্ত থাকে এবং প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন যদি মনে করে অনিয়মের জন্য সম্পূর্ণ এলাকার ভোট বাতিল করতে পারবে।
এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচনের প্রস্তুতি এবং নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শরীরে বডিক্যাম, কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা এবং প্রয়োজনে ড্রোন ব্যবহার করা হবে।

নিজস্ব প্রতিবেদক