ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা, ভেকু জব্দ
ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় আজ শনিবার ইটভাটাকে জরিমানা করা হয়েছে। ছবি : এনটিভি
ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদী থেকে ইটভাটায় ইট তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে মাটি কাটার অপরাধে গাজী ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে একটি ভেকু (খননযন্ত্র) জব্দ করা হয়।
আজ শনিবার (২৫ অক্টোবর) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নলছিটি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিজভী আহমেদ।
রিজভী আহমেদ বলেন, ইটভাটায় নদী থেকে অনুমতি ছাড়া মাটি উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও জব্দের এই ব্যবস্থা নেওয়া হয়। ভূমি ও নদীর পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

এম এস পলাশ, ঝালকাঠি (সদর-নলছিটি)