মেট্রোরেল আংশিক চালু, পুরো চালুর বিষয়ে যা জানা গেল
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনার পর আজ রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। এতে দুর্ভোগে পড়েন মেট্রোরেলের যাত্রীরা। তবে দীর্ঘ আড়াই ঘণ্টা পর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত চালু করা হয়।
আরও পড়ুন : মেট্রোরেল সাময়িক বন্ধে ডিএমটিসিএলের দুঃখ প্রকাশ
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) আহসান উল্লাহ শরিফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে, আজ বিকেল ৩টা হতে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়েছে। আগারগাঁও হতে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা দ্রুত চালু করার কার্যক্রম চলমান রয়েছে।
আরও পড়ুন : পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহত, মেট্রোরেল চলাচল বন্ধ
দুর্ঘটনায় নিহত ওই পথচারীর নাম আবুল কালাম। তার বাড়ি শরীয়তপুরে। আবুল কালামের মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আরও পড়ুন : মেট্রোরেলে উদ্দেশ্যবিহীন প্রবেশে জরিমানা ১০০ টাকা
মেট্রোরেল সাময়িক বন্ধ থাকায় দুঃখ প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ। কারিগরি ত্রুটি মেরামতের চেষ্টা চলছে বলেও জানিয়েছে ডিএমটিসিএল।

নিজস্ব প্রতিবেদক