৯ হাজার টাকায় বিক্রি এক ইলিশ
বরিশালে নয় হাজার টাকায় বিক্রি হয়েছে আড়াই কেজির এই ইলিশ মাছ। ছবি : এনটিভি
বরিশালে নয় হাজার টাকায় বিক্রি হয়েছে একটি ইলিশ মাছ। আড়াই কেজি ওজনের মাছটি আজ রোববার (২৬ অক্টোবর) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের বিশারিকাঠি বাজার থেকে কিনে নেন ফিরোজ খান নামে এক ব্যক্তি।
স্থানীয় পালোয়ান মৎস্য আড়তের মালিক মনির পালোয়ান জানান, আজ সকালে বিশারিকাঠি নদীতে জেলেদের জালে ধরা পরে আড়াই কেজির এই ইলিশ মাছটি। এত বড় সাইজের ইলিশ মাছ ধরা পড়ার খবরে উৎসুক জনতা মাছটি দেখতে ভিড় করে। সেসময় ফিরোজ খান নামের এক ব্যক্তি নয় হাজার টাকায় মাছটি কিনে নিয়ে যান।
গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকার নিষিদ্ধ ছিল। তাই শনিবার মধ্যরাতে নদীতে ইলিশ শিকারে নামে জেলেরা। আজ সকালে ইলিশ মাছটি ধরা পরে জেলেদের জালে।

আকতার ফারুক শাহিন, বরিশাল