নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনেই ধরা পড়ল ২০ কেজির বাঘাইড়
ভোলা জেলায় মেঘনা নদীতে ধরা পড়েছে বিশাল আকারের এক বাঘাইড় মাছ। আজ রোববার (২৬ অক্টোবর) এটি স্থানীয় জাহাঙ্গীর মাঝির জালে ধরা পড়ে।
জাহাঙ্গীর মাঝি জানান, ইলিশায় মেঘনা নদীতে জাল পাতলে হঠাৎ জালে টান লাগে। পরে তিনি জাল টেনে দেখেন বাঘাইড় মাছটি জালে আটকে আছে। এরপর অন্য সহযোগীদের সঙ্গে নিয়ে মাছটি নৌকায় তুলে নিয়ে আসেন ইলিশাঘাটের ইমন মাঝির আড়তে। এরপর ওজন দেওয়া হয় মাছটি। ২০ কেজি ওজনের মাছটি বিক্রি হয় ২০ হাজার টাকায়।
জাহাঙ্গীর মাঝি আরও জানান, দীর্ঘ ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষে আজই তিনি নদীতে নামেন। প্রথম দিনেই এমন একটি মাছ পেয়ে তিনি আনন্দিত।
মাছটির ক্রেতা ঈমন মাঝি বলেন, লাভের আশায় মাছটি কিনেছি। সামান্য লাভ হলেই ছেড়ে দিব। এখানে বিক্রি না হলে মুন্সীগঞ্জের মাওয়াঘাটে পাঠাব।
জেলা মৎস্য কমকর্তা ইকবাল হোসেন বলেন, এ মাছটি সব সময় পাওয়া যায় না, যিনি পেয়েছেন তার ভাগ্য ভালো। দীর্ঘদিন মাছধরা বন্ধ থাকায় মাছটি ভোলার ইলিশা সংলগ্ন মেঘনায় বিচরণ করছিল।

আহমেদ রিয়াজ, ভোলা (সদর-দৌলতখান)