জাতীয় পার্টির বিষয়ে সিদ্ধান্ত জরুরি : নুরুল হক নুর
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জাতীয় পার্টির বিষয়ে সিদ্ধান্ত না নিয়ে নির্বাচনে গেলে ফ্যাসিবাদ আবারও ফিরে আসবে। তিনি বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা যুক্ত ছিলাম আমরা সবাই মিলে জাতীয় পার্টির বিষয়ে একটা ফয়সালা করতে হবে। কারণ কিছু দিন আগে জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগ ছাড়া এদেশে কোনো নির্বাচন হতে পারে না। এই কথা বলার পরেও তিনি কীভাবে বাসায় ঘুমাতে পারেন। এটা আমার কাছে বোদগম্য নয়।’
আজ রোববার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় এ সব কথা বলেন নুরুল হক।
আরও পড়ুন : নেতৃত্ব নিয়ে বিভ্রান্তি দূর করতে সিইসিকে জাপার একাংশের চিঠি
নুর আরও বলেন, জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। তাদের সহায়তা নিয়েই আওয়ামী লীগ ফ্যাসিস্ট কায়েম করেছিল। জাতীয় পার্টি নির্বাচনে যাওয়ার সুযোগ পেলেই তারা আওয়ামী লীগের সহায়তা নিয়ে আন্তর্জাতিকভাবে নির্বাচনকে বানচাল করতে নানা অপকর্ম করার চেষ্টা করবে।
বক্তব্যের শুরুতে নুরুল হক নুর ’৭১ থেকে ২০২৪ গণআন্দোলনে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি ২৪-এর শহীদ পরিবারের অনেক সদস্য আর্থিক সংকটে আছে উল্লেখ করেন। চিকিৎসায় অবহেলার কারণে পঙ্গত্ব বরণ করেছেন। এর দায়ও আমাদের সরকার এড়াতে পারে না। যথাসময়ে চিকিৎসা দিলে তাদের পুঙ্গত্ব বরণ করতে হতো না। এই গণ অভ্যুত্থান একক কোনো রাজনৈতিক দলের দ্বারা সংঘটিত হয়নি। সব দলেরই এখানে অবদান আছে। রাজনৈতিক দলগুলোর চেয়ে বেশি কৃতিত্ব দিতে হবে ফ্যাসিবাদবিরোধী শ্রমিক কৃষক ও মেহনতি মানুষের। যারা নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন।
এছাড়া ২০২৩ সালের ২৮ অক্টোবরের পর থেকে বিএনপি নেতা সালাউদ্দিনের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে আমাদের পরামর্শ দিয়েছেন বলেও উল্লেখ করেন নুর। আমাদের মিছিলে বিএনপি ও ছাত্র দলের কর্মীরা যেন থাকেন সেই কথা সংশ্লিষ্টদের বিলে দিয়েছিলেন। এভাবে তিনি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।
আরও পড়ুন : জাপার লাঙ্গল প্রতীক নিয়ে ইসি শিগগিরই সিদ্ধান্ত জানাবে : রেজাউল ইসলাম
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, মাওলানা আব্দুল হালিম, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিশের ড. আহমদ আব্দুল কাদির, এনসিপির সদস্যসচিব আকতার হোসেন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়াকার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আকবর খান, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)