কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
জামালপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর সদর উপজেলার অর্থনৈতিক অঞ্চলের সামনে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
এসময় শিশুসহ গুরুতর আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন : এক লাখ দক্ষকর্মী নিয়োগ, প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ
জানা গেছে, জামালপুর থেকে দিগপাইতগামী কাভার্ড ভ্যানের সঙ্গে জামালপুরগামী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাশেদ নামে এক যাত্রীর মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আরিফা আক্তার পলিসহ অপর এক অজ্ঞাত নারীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চাঁন মিয়া নামে আরও একজনের মৃত্যু হয়। এদিকে আহত এক শিশুসহ চারজনকে উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে পাঠানো হয়ছে।
আরও পড়ুন : ঘূর্ণিঝড় ‘মোন্থা’: ৪ সমুদ্রবন্দরে সতর্কতা জারি
জামালপুর সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, কাভার্ড ভ্যানটিকে জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

আসমাউল আসিফ, জামালপুর