কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি পুটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হন। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করে।
আহতদের মধ্যে অন্তত আটজনকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
পুলিশ জানায়, নোয়াখালীগামী ‘লাল সবুজ’ নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে ছেড়ে দাউদকান্দির পুটিয়া এলাকায় পৌঁছালে বেলা ১১টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বাসের ১৫ জন যাত্রী আহত হলেও কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এদিকে, দাউদকান্দিতে অজ্ঞাত গাড়িচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পুটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাহফুজ নান্টু, কুমিল্লা