ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের পূর্ণ দায়িত্ব ইসির হাতে : নৌ উপদেষ্টা
নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এটি পরিষ্কারভাবে জানানো হয়েছে এবং সেই নির্বাচনের আয়োজনের পূর্ণ দায়িত্ব থাকবে নির্বাচন কমিশনের (ইসি) হাতে। আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাটে নবনির্মিত লঞ্চ টার্মিনাল ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নৌপরিবহণ উপদেষ্টা বলেন, ইলেকশন কমিশন যখন নির্বাচনের সময় নির্ধারণ করবে, তখন সরকারের হাত ছোট হয়ে আসবে। সরকারের একমাত্র কাজ হবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা, যাতে নির্বাচনটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়। তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য ছিল নির্বাচন করা, সেটা এখন পরিষ্কার হয়ে গেছে। আমরা নির্বাচন করছি, তবে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সম্পূর্ণভাবে ইসির ওপরই ন্যস্ত।’
আরও পড়ুন : নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে : মৎস্য উপদেষ্টা
এসময় নৌপরিবহণ উপদেষ্টা চরফ্যাশনের নদীভিত্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন এবং যাত্রীসেবা আরও আধুনিক ও নিরাপদ করার প্রতিশ্রুতি দেন।
আরও পড়ুন : নির্বাচনে বৃহৎ জোটের পরিকল্পনা বিএনপির
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

ইসরাফিল নাঈম, ভোলা (লালমোহন-চরফ্যাশন)