জেনেভা ক্যাম্পে বিস্ফোরণে যুবক নিহতের ঘটনায় ৪ জন রিমান্ডে
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বোমা বিস্ফোরণে জাহিদ নামের এক যুবক নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় চারজনকে দুই দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া এ আদেশ দেন।
আরও পড়ুন : মোহাম্মদপুরে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবক নিহত
ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে গত ২৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন আসামিদের হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আসামিদের ওই দিন কারাগারে পাঠান এবং রিমান্ড শুনানির জন্য ২৭ অক্টোবর দিন নির্ধারণ করেন। এরপর আজ আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরবর্তীতে শুনানি শেষে বিচারক প্রত্যেক আসামির দুই দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন—মো. সাজু (৩২), রুস্তুম (৩৫), মো. আরমান (৩৮), মো. সাজু ওরফে সাঞ্জু ওরফে সাব্বির (২৪)।
আরও পড়ুন : সাবেক যুগ্ম সচিব কিবরিয়ার পাঁচ ব্যাংক হিসাব ফ্রিজ
নথি থেকে জানা গেছে, জেনেভা ক্যাম্পে বোমা বিস্ফোরণে যুবক নিহতের ঘটনায় মোহাম্মদপুর থানায় ২৭ জনকে এজাহারভুক্ত এবং ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন নিহতের বোন মদিনা। মামলার এজাহারে বলা হয়, গত ২৩ অক্টোবর দিনগত রাত সাড়ে ৩টায় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প এলাকায় ৫০ থেকে ৬০ জন আসামি বোমা বিস্ফোরণ ঘটায় এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। বোমা বিস্ফোরণের শব্দ শুনে বাদীর পরিবারের সদস্য ও আশপাশের লোকজন বাসা থেকে বের হন। আসামি সাজ্জাদ (১৯) বাদীর ভাই জাহিদকে (২০) লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। জাহিদের (২০) মাথার পেছনের অংশে বোমাটি বিস্ফোরিত হয়। এতে তার মাথার খুলি ছিন্নভিন্ন হয়ে যায়। পরে জাহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদালত প্রতিবেদক