পোড়া তেলে শিশুখাদ্য তৈরি, জরিমানা ৫০ হাজার
অস্বাস্থ্যকর পরিবেশ এবং পোড়া তেল ব্যবহার করে শিশু খাদ্য উৎপাদনের অভিযোগে কুমিল্লার একটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ঘোষগাও এলাকায় পরিচালিত অভিযানে মিতালি ফুড প্রডাক্টসকে এই জরিমানা করা হয়।
আরও পড়ুন : নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-অন-ক্যামেরা ক্রয়ের নির্দেশ
অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। তিনি জানান, বেকারিটি শিশুখাদ্য তৈরিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার করছিল। এছাড়া, পোড়া তেল দিয়ে শিশুখাদ্য ভাজা হচ্ছিল, যা তেল কিটের মাধ্যমে সরেজমিনে পরীক্ষা করে নিশ্চিত করা হয়েছে।
মো. কাউছার মিয়া বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও তৈরি করে মিতালি ফুড প্রডাক্টস ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লঙ্ঘন করেছে। এসব অভিযোগের ভিত্তিতে বেকারিটিকে বিভিন্ন ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে এবং ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন : ঘূর্ণিঝড় মোন্থা : বৃষ্টি নিয়ে পাঁচদিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. জুয়েল মিয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মাহফুজ নান্টু, কুমিল্লা