আন্তজেলা বাস টার্মিনাল সংস্কারের প্রতিশ্রুতি নেত্রকোনার নতুন ডিসির
 
নেত্রকোনা আন্তজেলা বাস টার্মিনালটি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন নতুন জেলা প্রশাসক (ডিসি) আব্দুল্লাহ আল মাহমুদ জামান। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) নেত্রকোনা পৌর শহরের পারলা এলাকায় অবস্থিত আন্তজেলা বাস টার্মিনাল হঠাৎ করে পরিদর্শনে গিয়ে এই প্রতিশ্রুতি দেন তিনি।
এই আন্তজেলা বাস টার্মিনালটি দীর্ঘদিন ধরে ভঙ্গুরদশা ও যাত্রীসেবায় নানা অব্যবস্থাপনায় ধুঁকছে।
এ সময় পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, জেলা বিএনপিনেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, এস এম শফিকুল কাদের সুজা, জেলা প্রেসক্লাব সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, ট্রাফিক ইন্সপেক্টর মাহবুবুর রহমান, জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, প্রতিদিন এখান থেকে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে যাত্রীরা। কিন্তু বাসযাত্রীরা টার্মিনালের বিভিন্ন সেবা থেকে বঞ্চিত বলে অভিযোগ পেয়েছি। টার্মিনালে যাত্রীসেবায় দুটি পাবলিক টয়লেট, যাত্রী ছাউনির প্ল্যাটফর্ম সংস্কার, অবৈধ স্থাপনা উচ্ছেদ, বিদ্যুতায়নসহ সব উদ্যোগ নেওয়া হবে।
জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এগুলো যত দ্রুত সম্ভব সম্পন্ন করা হবে বলেও জানান নতুন ডিসি।
জেলা প্রশাসক বলেন, আমরা নেত্রকোনা শহরবাসীকে যানজটের দুর্ভোগ থেকে মুক্তি দিতে চাই। এ লক্ষ্যে যা যা করণীয় আমরা তা শুরু করেছি।
এ সময় যাত্রীদের দুর্ভোগ লাঘবে একটি আধুনিক টার্মিনাল নির্মাণে সিআরডিপি প্রকল্পের আওতায় সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার।

 
                   ভজন দাস, নেত্রকোনা
                                                  ভজন দাস, নেত্রকোনা
               
 
 
 
