ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সুষ্ঠু ভোটের আশ্বাস দিলেন কুড়িগ্রামের নতুন ডিসি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুর্গম চরাঞ্চলের ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে আসন্ন সংসদ নির্বাচনে ভোট সুষ্ঠুভাবে সম্পন্নের আশ্বাস দিয়েছেন কুড়িগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথ। আজ সোমবার (২৪ নভেম্বর) বিকেলে তিনি উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের ঝুঁকিপূর্ণ উত্তর ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষ্যে তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোট ভোট কেন্দ্র ৯২টি। এসব কেন্দ্রের মধ্যে সীমানা প্রাচীর নেই ৭৫টি কেন্দ্রের। দুর্গম ও যোগাযোগ ব্যবস্থা খারাপ এবং সংকীর্ণ রাস্তার কারণে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ১১টি। শিলখুড়ি ইউনিয়নেই এমন কেন্দ্র আছে তিনটি। এছাড়া পাইকেরছড়া, আন্ধারীঝাড় ও বঙ্গসোনাহাট ইউনিয়নে দুটি করে এবং তিলাই ও চরভূরুঙ্গামারী ইউনিয়নে একটি করে এমন কেন্দ্র আছে।
ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্র, কৃষি অফিসার আব্দুল জব্বার, উপজেলা নির্বাচন অফিসার নাজমুল হুদা, শিলখুড়ি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াসিন, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজনসহ অনেকে উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত ডিসি এর আগে দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ প্রতিনিধি ও সাংবাদিক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন। পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে ঔষধি গাছের চারা রোপণ করেন।
কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, ভোট কেন্দ্রগুলোতে বিভিন্ন সমস্যা রয়েছে। এসব সমস্যার মধ্যে যেগুলো স্বল্প সময়ের মধ্যে সমাধান করা সম্ভব, সেগুলো সমাধানের চেষ্টা করা হবে। এছাড়া অন্য সমস্যাগুলো পরবর্তী বিভাগীয় মিটিংয়ে উপস্থাপন করা হবে।

শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)