প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে : মিলন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, অল্প কয়েকদিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের তালিকা প্রকাশ করবে বিএনপির নীতিনির্ধারণী নেতৃবৃন্দ। নির্বাচনের আর বেশি দিন বাকি নাই। এজন্য ধানের শীষের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রাজশাহীর পবা উপজেলা যুবদলের আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে মিলন এসব কথা বলেন।
উপজেলার কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে র্যালি পূর্ব সমাবেশে শফিকুল হক মিলন বলেন, জামায়াতে ইসলামী হচ্ছে একটি মোনাফেক দল। এই দল ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতের পক্ষ হয়ে কাজ করেছিল। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াতে ইসলামী পাকিস্তানের হয়ে কাজ করেছিল। সে সময়ে তারা বাংলাদেশের অনেক মানুষকে হত্যা ও নারীদের সম্ভ্রম নষ্ট করতে পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা করেছিল। এই মোনাফেক দল থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানাচ্ছি।
মিলন বলেন, ১৯৯৬ সালে আবার তারা আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াত মিলে আজাজা বাহিনী গড়ে তুলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল। প্রকৃতপক্ষে জামায়াত কখনও এ দেশের ভালো চায়নি, কোনদিনও চাইবে না।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন পবা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুস সালাম, শাহ্ মখ্দুম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রাজপাড়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কেএইচ রানা শেখ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তারেক, মাজদার রহমান, পবা উপজেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম ও নওহাটা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লাহসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)