ওসমানীতে বোর্ডিং ব্রিজের সাথে লন্ডনগামী বিমানের ধাক্কা, ফ্লাইট বাতিল
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে লন্ডনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০১-এর ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ায় ফ্লাইটটি বাতিল করা হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ জানান, বিমানটির ইঞ্জিন বোর্ডিং ব্রিজে ধাক্কা লাগার পরপরই উড্ডয়ন স্থগিত করা হয়। প্রকৌশলীরা বিমানের অবস্থা পরীক্ষা করছেন। যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় বিকল্প ব্যবস্থায় তাদের লন্ডন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, ফ্লাইট বিলম্বিত হওয়ায় বিপাকে পড়েছেন লন্ডনগামী ২৬২ যাত্রী। সকাল থেকে তারা ওসমানী বিমানবন্দরে বসে ছিলেন। যাত্রীদের মধ্যে নারী-শিশুও রয়েছেন। বিকেল ৩টা পর্যন্ত বিকল্প ফ্লাইটটির উড্ডয়নের প্রস্তুতি চলছিল। বিকেল ৪টার আগে সেই ফ্লাইট ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বিমানের ইঞ্জিন ও কাঠামোগত অংশ পরীক্ষা শেষে প্রয়োজনীয় মেরামত করা হবে। বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগায় নিরাপত্তার স্বার্থে বিজি-২০১ ফ্লাইটটি বাতিল করা হয়েছে। তবে এ ঘটনায় বিমানের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

সজল ছত্রী, সিলেট