সিইসির সঙ্গে বৈঠকে গণঅধিকার পরিষদ
সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ বুধবার বৈঠকে বসেছে নুরুল হক নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদের ৬ সদস্যের প্রতিনিধি। ছবি : এনটিভি
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে গণঅধিকার পরিষদ। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি উপস্থিত রয়েছেন।
আজ বুধবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সিইসির সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সিইসির সঙ্গে ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত রয়েছেন। এ ছাড়া ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
জানা গেছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটসহ নানা ধরনের বিষয়ে কথা বলবেন গণঅধিকার পরিষদের নেতারা।

নিজস্ব প্রতিবেদক