অতিরিক্ত উপপুলিশ কমিশনার শাহ নূর আলম বরখাস্ত
বিনা অনুমতিতে কর্মক্ষেত্রে দীর্ঘ ১৪ মাস ধরে অনুপস্থিত থাকায় রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. শাহ নূর আলম পাটওয়ারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু মো. শাহ নূর আলম পাটওয়ারী বর্তমানে এন্টি টেরোরিজম ইউনিটে সংযুক্ত, ইতিপূর্বে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), আরপিএমপি, রংপুর কর্তৃপক্ষের বিনা অনুমতিতে ২০২৪ সালের ১৯ আগস্ট হতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
সেহেতু, মো. শাহ নূর আলম পাটওয়ারীকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ (খ) ও ৩(গ) অনুসারে অসদাচরণ ও পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী ২০২৪ সালের ১৯ আগস্ট থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি (শাহ নূর আলম) খোরপোষ ভাতা প্রাপ্য হবেন; জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

নিজস্ব প্রতিবেদক