রাজৈর উপজেলা আওয়ামী লীগনেতা ঢাকায় গ্রেপ্তার
মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও পরিবহণ শ্রমিকনেতা শাহজাহান খানের ঘনিষ্ঠ সহযোগী এবং রাজৈর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আ.ফ.ম ফুয়াদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৯ অক্টোবর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান বলেন, বুধবার সন্ধ্যায় গুলশান থানা পুলিশ আ ফ ম ফুয়াদকে গ্রেপ্তার করেছে। বিষয়টি আমরা অবগত হয়েছি।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুয়াদ দীর্ঘদিন ধরে সাবেক মন্ত্রী শাহজাহান খানের প্রতিনিধি হিসেবে রাজৈর ও মাদারীপুর সদর এলাকায় রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
আরও পড়ুন : আফগানিস্তানকে ভারতের ‘দালাল’ বললেন পাকিস্তানের মন্ত্রী
ওসি আরও জানান, আ.ফ.ম ফুয়াদ রাজৈর থানায় ভাঙচুর ও বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া গুলশান থানায়ও তার নামে একটি মামলা রয়েছে।

এম. আর. মুর্তজা, মাদারীপুর