তৃণমূলে খেলোয়াড় তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছি : তাবিথ আউয়াল
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, তৃণমূল পর্যায়ে নতুন খেলোয়াড় গড়ে তুলতেই আমরা কাজ করে যাচ্ছি।
আজ শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আরাফাত রহমান কোকো প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তাবিথ আওয়াল এ কথা বলেন।
বাফুফে সভাপতি বলেন, এক সময় ফুটবল ছিল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। কিন্তু বিগত সরকারের আমলে বাফুফেকে দলীয়করণের কারণে ফুটবল তার ঐতিহ্য হারিয়ে ফেলেছে। এখন সময় এসেছে গ্রামাঞ্চলে ফুটবলের গৌরব ফিরিয়ে আনার। তৃণমূল পর্যায়ে নতুন খেলোয়াড় গড়ে তুলতেই আমরা কাজ করে যাচ্ছি।
তাবিথ আউয়াল আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশব্যাপী তৃণমূল পর্যায়ে ফুটবল প্রতিভা বিকাশের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে। ইতোমধ্যে ফুটবলে প্রাণ ফিরে এসেছে। এই ধারাকে আরও প্রসারিত করতে হলে প্রত্যন্ত অঞ্চলের তরুণদের সম্পৃক্ত করতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন কেন্দ্রীয় ড্যাবের সহসভাপতি ও জেলা বিএনপির সদস্য অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। তিনি বলেন, মতলবের স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ খাতে আমূল পরিবর্তন এনে এই উপজেলাকে একটি মডেল হিসেবে গড়ে তোলা হবে। মতলবের চারপাশ নদীবেষ্টিত হওয়ায় আমরা একটি ‘ভ্রাম্যমাণ হাসপাতাল’ প্রতিষ্ঠার পরিকল্পনা করছি।
ডা. মাহবুব আহমেদ শামীম আরও বলেন, মতলব একটি শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠীর এলাকা। এখানে কোনো চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী বা অবৈধ বালু উত্তোলনকারীকে প্রশ্রয় দেওয়া হবে না। বিএনপি কখনও অপরাধী ও দুর্নীতিবাজদের সঙ্গে আপস করে না। কেউ যদি দলের নাম ভাঙিয়ে অপরাধ করে, সঙ্গে সঙ্গে প্রশাসন বা দলকে জানাবেন।
খেলায় অংশ নেয় মতলব উত্তর উপজেলা ফুটবল একাদশ বনাম মতলব দক্ষিণ উপজেলা ফুটবল একাদশ। খেলার প্রথমার্ধের ১৫ মিনিটেই মতলব উত্তর একাদশ ১ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে মতলব উত্তর উপজেলা দল। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহাজাহান সরদার, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট মফিজুল ইসলাম, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান, ড্যাবের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ডা. বশির আহমেদ খান টিটু, সাবেক ফুটবলার মেজবাহ উদ্দিন মেজু ও জামাল হোসেন, পৌর বিএনপিনেতা কবির হোসেন সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেক মাহমুদ সংগ্রাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আজিম মিশু, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রজিব, ছাত্রনেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন, আক্তার হোসেন, মেহেদী হাসান রাফি, ইঞ্জিনিয়ার নাঈমুর রহমান শাহিন, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

শরীফুল ইসলাম, চাঁদপুর