ঐকমত্য কমিশনের রিপোর্ট ১৭ কোটি মানুষের সঙ্গে ধোঁকাবাজি : শামা ওবায়েদ
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, গত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র হরণ করা হয়েছিল। ১০ মাস যাবত ঐকমত্য কমিশনের নামে দিনের পর দিন যে নাটক ও আলোচনা করা হয়েছে, সেই কমিশনের রিপোর্ট বাংলাদেশের ১৭ কোটি মানুষের সঙ্গে ধোঁকাবাজি ছাড়া অন্য কিছুই না।
আজ শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, কেন বিএনপি জুলাই সনদে সই করেছে তা জানতে হবে। গত বছর আমাদের ভাই ও বোনেরা দেশের গণতন্ত্র ও ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে রক্ত ঝরিয়েছে, তার কারণে বিএনপি জুলাই সনদে সই করেছে। কিন্তু তিনি অভিযোগ করেন, ঐকমত্য কমিশন সেইসব রক্তের সঙ্গে বেইমানি করেছে। তিনি বলেন, ‘যে সনদে সই হয়েছে, সেই সনদের সঙ্গে ঐকমত্য কমিশনের রিপোর্টের কোনো মিল নেই। যদি সেই সনদের সঙ্গে কোনো মিল না থাকে, তাহলে এটা রাজনৈতিক দলগুলোর সাথে একটি ধোঁকাবাজি।’
গজারিয়া স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত এই খেলায় কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি হানিফ মন্ডলের সভাপতিত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও হাজার হাজার ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন। গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ফরিদপুরের সঙ্গে গোপালগঞ্জ অংশ নেয়। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় গোপালগঞ্জ ফরিদপুর দলকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয়।

সঞ্জিব দাস, ফরিদপুর