রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (৩১ অক্টোবর) এই তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, বিগত ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে এই ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪৫০ গ্রাম গাঁজা, ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ছুরি, একটি চাকু ও একটি সামুরাই উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলো—নিজাম (৪৫), ফয়েজ রাব্বি (১৯), আকাশ (২০), শাহিদ হাসান রিপন (২০), জামাল (৪২), জহিরুল (২৫), হৃদয় (২১), জাহেরুল (১৯), আবুল কালাম আজাদ (৪৭), ইয়াসিন (২০), দেলোয়ার (৩২), জসিম ওয়াসিম (২০), শাহীন (২৫), ইয়াসিন মোল্লা (২৮), আকাশ (৩২), শাকিব (২২), শিমুল (২৫) ও কাজী কাজল (২০)।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)