তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা দ্বীনি জ্ঞানার্জনের পাশাপাশি সমাজ বদলের চেষ্টা করবে : জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করে বলেছেন, তা’মীরুল মিল্লাত মাদ্রাসার শিক্ষার্থীরা দ্বীনি জ্ঞানার্জনে নিজেকে গড়ে তুলবে এবং একই সঙ্গে সমাজ বদলের জন্য চেষ্টা করবে। তিনি বলেন, বাংলাদেশে আরও হাজারো মাদরাসা আছে, কিন্তু তা’মীরুল মিল্লাত মাদরাসা দেশের মানুষের কাছে এক নামে পরিচিত ও জনপ্রিয়তা অর্জন করেছে।
আজ শনিবার (১ নভেম্বর) দিনব্যাপী আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঐতিহ্যবাহী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ১ম অ্যালামনাই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
চার সেশনে অনুষ্ঠিত এ সম্মেলনে সুদূর লন্ডন থেকে অনলাইনে ভিডিও কনফারেন্সে দিকনির্দেশনামূলক বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, এখানের ভাই-বোনেরা বিশ্বের গুরুত্বপূর্ণ স্থানে ভূমিকা রাখছেন। যারা প্রকৃত দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়েছেন, তারাই ভাগ্যবান। তিনি সবাইকে যেখানেই কাজ করেন, সেখানেই স্বার্থকতা খুঁজে পাওয়ার আহ্বান জানান।
‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, আজকের এই প্রথম অ্যালামনাই কনফারেন্স খুবই আনন্দের দিন। তিনি মনে করেন, মহান জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ পরিবর্তিত হয়েছে, এবং তিনি এই বিপ্লবকে ব্যক্তিগতভাবে রাজনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক বিপ্লব হিসেবে দেখেন। তার মতে, এর মাধ্যমে বাঙালি মুসলমানের আত্মপরিচয় নতুন করে বুঝতে শেখা গেছে। তিনি স্মৃতিচারণ করে বলেন, ২০১৯ সালে মালয়েশিয়ার ইসলামিক ইউনিভার্সিটিতে গিয়ে তিনি বুঝতে পারেন যে, মিল্লাতের ছাত্ররা খুব সুনাম কুড়িয়েছে। তিনি বলেন, মুসলমানদের জন্য ইসলামী এবং আধুনিক শিক্ষার যে একটি মিশ্রণ ও মেলবন্ধন দরকার, তা তা’মীরুল মিল্লাত খুব সফলভাবে দেখাতে পেরেছে।
তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা জয়নুল আবেদীনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ সম্মেলনে আরও বক্তব্য রাখেন জনপ্রিয় দাঈ ও বক্তা শায়খ আহমাদুল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নকিব মো. নাসরুল্লাহ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শামসুল আলম, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মুহাম্মদ নূরুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।

                  
                                                  বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)