দুটি দল বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্র করছে : শরিফ উদ্দিন জুয়েল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী দিনের রাজনীতির দিকনির্দেশনা নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে উঠান বৈঠকে ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক ও দৌলতপুর আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে দুটি দল ষড়যন্ত্র করে যাচ্ছে। গতকাল রোববার (২ নভেম্বর) দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর ও ময়রামপুর এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
শরিফ উদ্দিন জুয়েল তারেক রহমানের ৩১ দফাকে ‘মুক্তির সনদ’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, যারা এখন জাতীয় ঐক্যের নামে নানা প্রস্তাব দিচ্ছেন, তারা ভুলে গেছেন যে ২০২৩ সালেই তারেক রহমান জনগণের মুক্তির সনদ হিসেবে ৩১ দফা ঘোষণা দিয়েছিলেন। সে সময় স্বৈরাচার হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে তিনি যে সাহসিকতার সঙ্গে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের রূপরেখা দিয়েছিলেন, তা ছিল যুগান্তকারী।
বিএনপির এই নেতা বলেন, ৩১ দফায় উল্লেখ করা হয়েছে একই ব্যক্তি পরপর দুই বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এই নির্দেশনা বাংলাদেশের গণতন্ত্রের ভারসাম্য রক্ষার একটি দৃষ্টান্ত। তিনি ষড়যন্ত্রকারীদের উদ্দেশে বলেন, ‘ষড়যন্ত্র নয়, নির্বাচনে আসুন, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ আর কোনো ষড়যন্ত্র মেনে নেবে না।’
বৈঠক শেষে শরিফ উদ্দিন জুয়েল তারেক রহমানের রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ঘোষিত ৩১ দফার সুফল নিয়ে আলোচনা করেন, উপস্থিত সবার মধ্যে লিফলেট বিতরণ করেন এবং আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট চান।

                  
                                                  নিজস্ব প্রতিবেদক