রাজশাহীর ছয় আসনে বিএনপির প্রার্থী হলেন যারা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আজ সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন, রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৪ (বাগমারা) আসনে বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডি এম জিয়াউর রহমান, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, সারা দেশের ন্যায় রাজশাহীতেও ছয়টি আসনে যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দিয়েছে বিএনপি। আমরা সব ভেদাভেদ ভুলে ধানের শীষকে বিজয়ী করার জন্য এক হয়ে কাজ করব। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজশাহীর ছয়টি আসনেই বিজয় উপহার দিয়ে আমরা প্রমাণ করব রাজশাহীর বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)