মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থক নেতাকর্মীদের কুমিল্লায় বিক্ষোভ
কুমিল্লায় পার্টি অফিসের সামনে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কর্মী-সমর্থকদের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। ছবি : এনটিভি
কুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হাজি আমিনুর রশীদ ইয়াসিনের কর্মী-সমর্থকরা কুমিল্লা নগরীর পূবালী চত্বর ও তাদের পার্টি অফিসের সামনে বিক্ষোভ করেছে।
আজ সোমবার (৩ নভেম্বর) রাত ১০টায় নগরীর পাড়া মহল্লা থেকে হাজি আমিনুর রশিদ ইয়াসিনের সমর্থক নেতাকর্মীরা দলে দলে নগরীর কান্দিরপাড় একত্রিত হয়।
এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা নগরী। সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে নেতাকর্মীরা। তাদের দাবি ত্যাগী নেতা হওয়ার পরও ইয়াছিনকে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে।
এদিকে নেতাকর্মীদের বিক্ষোভের কারণে রাত ১০টায় নগরীতে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।
নেতাকর্মীরা জানান, সিদ্ধান্ত পরিবর্তন না হলে তারা লাগাতার কর্মসূচি দেবেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১১টা) বিক্ষোভ চলছিল।

মাহফুজ নান্টু, কুমিল্লা