জোটের প্রার্থীদের নিজ দলের প্রতীকে ভোট, অধ্যাদেশ জারি
জোট করলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে সরকার। সোমবার (৩ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়।
আরও পড়ুন : ২৩৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
আরপিও সংশোধন অধ্যাদেশের ২০ অনুচ্ছেদ নিয়ে আপত্তি জানিয়ে আসছিল বিভিন্ন রাজনৈতিক দল। এতে আনা সংশোধনী অনুযায়ী, জোটভুক্ত হলেও প্রার্থীকে তার নিজ দলের প্রতীকে ভোট করতে হবে।
অতীতে জোটভুক্ত নিবন্ধিত দলের প্রার্থীরা ইচ্ছেমতো প্রতীক বেছে নিতে পারতেন। তারা জোটভুক্ত যেকোনো দলের প্রতীকেই নির্বাচন করতে পারতেন। এক্ষেত্রে বড় দলের প্রতীক জোটভুক্ত ছোট দলের প্রার্থীরা নির্বাচন করার সুযোগ পেতেন।
আরও পড়ুন : এনসিপির নেতারা কে কোন আসনে লড়বেন?
এবার সংশোধিত আরপিওর আলোকেই নির্বাচন কমিশন (ইসি) দল ও প্রার্থীর আচরণ বিধিমালা জারি করবে।
বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল আরপিওর ২০ অনুচ্ছেদের সংশোধনী প্রত্যাহারের আবেদন জানিয়েছিল। কিন্তু সরকার দলগুলোর সেই আবেদন নাকচ করে জোটভুক্ত প্রার্থীদের নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারি করল।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ নিচে তুলে ধরা হলো—

                  
                                                  নিজস্ব প্রতিবেদক