ঝিনাইদহের ৪ আসনের ৩টিতেই প্রার্থী দেয়নি বিএনপি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতেই প্রার্থী দেয়নি বিএনপি।
গতকাল সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে ২৩৭টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন। সে সময় তিনি উল্লেখ করেন, ঝিনাইদহের চার আসনের মধ্যে শুধু একটিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনটি আসন আপাতত খালি রাখা হয়েছে।
আরও পড়ুন : ২৩৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
ঝিনাইদহের যে আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেটি হলো—সংসদীয় আসন-৩ (কোটচাঁদপুর-মহেশপুর)। এই আসনে মেহেদি হাসান রনিকে ধানের শীষের মনোনীত প্রার্থী হিসাবে ঘোষণা করেছে দলটি। মেহেদি হাসান রনি মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চার বারের সংসদ সদস্য মরহুম শহীদুল ইসলাম মাষ্টারের ছেলে।
ঝিনাইদহে স্থগিত থাকা আসনগুলোর মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও অনেকে তাদের ব্যবহৃত মুঠোফোন রিসিভ করেননি।
আরও পড়ুন : ‘শরিকদের জন্য’ যে ৬৩ আসন ফাঁকা রাখল বিএনপি
তবে নাম প্রকাশ না করার শর্তে দুজন মনোনয়ন প্রত্যাশী জানান, কী কারণে মনোনয়ন ঘোষণা হলো না, সে বিষয়ে তারা নিশ্চিত নন। তবে তারা এখনও আশাবাদী এবং দলের যেকোনো সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)