শিগগিরই আসছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ এর সিজন-২
বাংলাদেশের পারিবারিক বিনোদনের চিত্র বদলে দেওয়া এক ব্লকবাস্টার অভিষেকের পর ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে ফিরে আসছে সিজন-২ নিয়ে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় বঙ্গো।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গোর সহ-প্রতিষ্ঠাতা ফায়াজ তাহের, টাইটেল স্পন্সর ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেডের সিইও হারুন ওর্তাজ, এনটিভির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) আশফাক উদ্দিন আহমেদ, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মার্কেটিং ডিরেক্টর সাদমান সালাহউদ্দিন, অনুষ্ঠানটির উপস্থাপক তাহসান খান ও পরিচালক ওয়াহিদুল ইসলাম শুভ্র।
বঙ্গোর প্রযোজনায় প্রথম সিজনটি দেশের এক নম্বর ফ্যামিলি শো হয়ে ওঠে, যা প্রাইম-টাইম অনুষ্ঠান দেখার ধারণাই পাল্টে দেয়। বঙ্গো ও এনটিভিতে প্রতি সোমবার রাত সাড়ে ৯টায় প্রচার শুরু হওয়া অনুষ্ঠানটি প্রতি ৪ জন টিভি দর্শকের মধ্যে ১ জনের কাছে পৌঁছেছে। বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে এটি ১০০ কোটিরও বেশি ভিউ এবং ২.৫ কোটিরও বেশি ইউনিক দর্শকের সম্পৃক্ততা অর্জন করেছে।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সবার প্রিয় তাহসান খান এবং পরিচালনা করেছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রথম সিজনে সারাদেশ থেকে ৪৮টি পরিবার অংশ নিয়েছিল। অনুষ্ঠানে ছিল দারুণ প্রতিযোগিতা, অনেক আবেগের মুহূর্ত আর পরিবারের সবার মাঝে মজার সব খুনসুটি। শো-তে ৩০ লাখ টাকারও বেশি পুরস্কার দেওয়া হয়েছে। দর্শকরা পেয়েছেন অনেক আনন্দ, উত্তেজনা আর এমন সব মজার কথা, যা সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে।
বঙ্গো জানায়, সিজন-২ খুব তাড়াতাড়ি আসছে। আগামী ডিসেম্বরেই এর শুটিং শুরু হবে। নতুন সিজনে থাকছে আরও বেশি হাসি, মজা আর জমজমাট পারিবারিক আনন্দ। প্রতিযোগিরা বাংলাদেশের এই প্রিয় গেম শো-তে জিততে এবং সেরা হতে লড়বে।
জমজমাট এই প্রত্যাবর্তনে ‘টাইটেল স্পন্সর’ হিসেবে যুক্ত হয়েছে ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেড, ‘ব্রডকাস্ট পার্টনার’ হিসেবে থাকছে এনটিভি এবং ‘হসপিটালিটি পার্টনার’ হিসেবে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। তাদের এই সহযোগিতা, বাংলাদেশে মানসম্পন্ন ও পরিবার-কেন্দ্রিক বিনোদন পৌঁছে দেওয়ার এক অভিন্ন লক্ষ্যেরই প্রতিফলন।
নতুন সিজন নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে উপস্থাপক তাহসান খান বলেন, “ফ্যামিলি ফিউড বাংলাদেশ আমার কাছে একটি বিশেষ অনুষ্ঠান, কারণ এটি পরিবারগুলোকে আবারও বসার ঘরে একই সোফায় ফিরিয়ে এনেছে এবং তাদের মধ্যে মিষ্টি সব তর্ক-বিতর্ক আর হাসির একটি বিশেষ মুহূর্ত তৈরি করেছে। সিজন-২ আরও বড় পরিসরে হতে যাচ্ছে। সারাদেশ থেকে আরও নতুন নতুন পরিবারকে এই শো-তে স্বাগত জানাতে, তাদের সাথে হাসতে এবং একসাথে নতুন সব স্মৃতি তৈরি করতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
বঙ্গোর সহ-প্রতিষ্ঠাতা ফায়াজ তাহের বলেন, “বঙ্গোর প্রযোজনায় ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর সিজন-২ আবার নিয়ে আসতে পেরে আমরা সত্যিই গর্বিত। আমরা সব সময় এমন অনুষ্ঠান বানাতে চেয়েছি যা একটি পরিবারকে একত্রিত করে। আমাদের লক্ষ্য শুধু সবাইকে টিভি পর্দার সামনে বসানো নয় বরং পরিবারের সবাই যেন একে অপরের পাশে বসে একসাথে হাসতে পারে এবং মুহূর্তগুলো উপভোগ করতে পারে। এই সিজনে আরও অনেক নতুন পরিবারকে আমাদের মঞ্চে স্বাগত জানানোর জন্য আমরা অধীর আগ্রহে আছি।”
ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেডের সঙ্গে অংশীদারত্ব নিয়ে প্রতিষ্ঠানটির সিইও হারুন ওর্তাজ বলেন, “ফ্যামিলি ফিউড বাংলাদেশ-এর সাথে আবারও যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এই অনুষ্ঠানটি পরিবার, একতা ও নির্মল আনন্দকে উদযাপন করে। এই মূল্যবোধগুলো আইগ্যাস ইউনাইটেডও গভীরভাবে ধারণ করে। আমরা আশা করছি, সারাদেশ থেকে আরও অনেক পরিবার এই আয়োজনে অংশ নেবে এবং অবিস্মরণীয় কিছু মুহূর্ত তৈরি করবে।”
এনটিভির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) আশফাক উদ্দিন আহমেদ বলেন, “ফ্যামিলি ফিউড সিজন-১ সম্প্রচার করে আমরা দেশব্যাপী অভাবনীয় সাড়া পেয়েছি। সিজন-২ এর সাথে যুক্ত থাকতে পেরে আমরা আনন্দিত। আমাদের দৃঢ় বিশ্বাস, সিজন-২ জনপ্রিয়তার দিক থেকে আগের সিজনকেও ছাড়িয়ে যাবে।”
ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মার্কেটিং ডিরেক্টর সাদমান সালাহউদ্দিন বলেন, “ফ্যামিলি ফিউড বাংলাদেশ-এর জন্য বঙ্গোর সাথে আবার যুক্ত হতে পেরে আমরা খুবই খুশি। এই অনুষ্ঠানটি পরিবারের আনন্দ আর সুন্দর মুহূর্তগুলো সবার সামনে তুলে ধরে। দেশজুড়ে এমন একটি আয়োজনের অংশ হতে পেরে আমরাও আনন্দিত, যা মানুষের মাঝে ইতিবাচকতা ও সম্প্রীতি ছড়িয়ে দেয়।”
সিজন-২ এর আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি, এর রেজিস্ট্রেশনও শুরু হয়ে গেছে। সারাদেশের উৎসাহী পরিবারগুলোকে আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। যারা পরিবারের সাথে মজা করতে ভালোবাসেন কিংবা একটি ভালো চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, তাদের প্রত্যেককে এই জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতায় অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে।
সিজন ১-এর সবগুলো পর্ব এখনও বঙ্গোতে বিনামূল্যে দেখা যাচ্ছে। দর্শকরা চাইলেই সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো আবারও উপভোগ করতে পারবেন এবং বুঝতে পারবেন কেন শো-টি এত সাড়া ফেলেছিল।

নিজস্ব প্রতিবেদক