নির্বাচন নিয়ে কোনো হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন নির্বাচন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর হবে। এটি নিশ্চিত করতে সবাই যেন সব ধরনের কাজ করে, সেই নির্দেশ প্রশাসনকে দেওয়া হয়েছে এবং নির্বাচন নিয়ে কোনো ধরনের থ্রেট বা হুমকি নেই।
আজ বুধবার (৫ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
আরও পড়ুন : জোট নয়, সমঝোতার ভিত্তিতে নির্বাচনে লড়বে জামায়াত : শফিকুর রহমান
গাজীপুরকে ‘হ্যাপেনিং সিটি’ উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এখানে অনেক কিছুই ঘটে, যার সবটা সত্যি নয়। তিনি মাদক নির্মূলের ক্ষেত্রে সবার সচেতনতা জরুরি বলেও মন্তব্য করেন। তিনি বলেন, ‘এটি আদালতের এখতিয়ার, তবে জামিনে এসে তারা যদি অপরাধ করে, সেটা করতে দেওয়া হবে না।’
উপদেষ্টা জানান, পার্শ্ববর্তী দেশ অনেক গুজব রটায়, কিন্তু দেশের মিডিয়ায় সত্য ঘটনা আসার কারণে গুজব অনেক কমে গেছে। তিনি বিশ্বাস করেন, সবাই সমন্বিতভাবে কাজ করলে নির্বাচনে কোনো সমস্যা হবে না।
আরও পড়ুন : সরকারের উদ্দেশ্য অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা : সুপ্রদীপ চাকমা
গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদুল্লাহ্ মিয়া, জিএমপি ভারপ্রাপ্ত কমিশনার জাহিদুল হাসান, গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, সিটি করপোরেশনের সিইও সোহেল হাসান, সেনা প্রতিনিধি ছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধন ও বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।

নাসির আহমেদ, গাজীপুর